Published : Friday, 30 September, 2022 at 12:00 AM, Update: 29.09.2022 11:55:46 PM

মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
‘তথ্য প্রযুক্তির যোগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই স্লোগাণকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে? উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই খানের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফয়েজুর রহমান, উপজেলার সহকারী পোগ্রামার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাংবাদিক বেলাল উদ্দিন আহমেদ, এমকেআই জাবেদ ও এন এ মুরাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা তথ্য প্রযুক্তির এ যুগে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েব সাইট গুলোর বেহাল দশার চিত্র তুলে ধরেন। বক্তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দীন ভূঞা জনী দ্রুত উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েব সাইটগুলো সক্রিয় করার জন্য উপজেলার সহকারী পোগ্রামার মোঃ রফিকুল ইসলামকে দায়িত্ব দেন।