ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘লিগ্যাল এইড কার্যক্রমকে গতিশীল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা করতে হবে’
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM, Update: 28.09.2022 11:49:46 PM
‘লিগ্যাল এইড কার্যক্রমকে গতিশীল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা করতে হবে’কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির ৮৮ তম মাসিক সভা ২  সেপ্টেম্বর বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কুমিল্লার নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান  মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক (জেলা জজ)  জাহিদুল কবির,  অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ, জেলা পাবলিক প্রসিকিউটর মোঃ জহিরুল ইসলাম সেলিম, সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার ও আয়োজনের দায়িত্বে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এফ.এম শেফায়েত ছালাম।  সভায় কুমিল্লা জেলার সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরা হয়। পরিসংখ্যান থেকে দেখা যায় ২০২২ সালের জানুয়ারী মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ৬৫১ জন ব্যাক্তিকে আইনী পরামর্শ দেওয়া হয়েছে, ৩৭২ জন অসহায় বিচারপ্রার্থীদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছে, বিকল্প বিরোধ নিষ্পত্তির বা আপোসের জন্য ২৬৪ টি আবেদন এসেছে,বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ৩০৮ টি বিরোধ  নিষ্পত্তি  করা হয়েছে এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ক্ষতিগ্রস্থ পক্ষদের ৪০,৪৯,৮০০/- টাকা আদায় করে দেওয়া হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির  চেয়ারম্যান এবং  জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন বলেন, সরকারি লিগ্যাল এইড কার্যক্রম বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক উন্নয়ন কার্যক্রম। এই কার্যক্রম পর্যায়ক্রমে বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। লিগ্যাল এইড কার্যক্রম সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে লিগ্যাল এইড কমিটি, কুমিল্লা কর্তৃক প্রকাশিত প্রচার প্রচারণা সামগ্রী উপজেলা পর্যায়ে বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানান।  তিনি আরো বলেন, কুমিল্লা জেলায় জেলা জজ হিসেবে যোগদানের পর জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমের  পরিসংখ্যান দেখে বোঝা যায় যে, কুমিল্লা জেলার লিগ্যাল এইড অফিসের কার্যক্রম খুবই গতিশীল । যার ফলে দেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলায় প্রতিবছর আইনগত পরামর্শ গ্রহীতার হার, বিকল্প বিরোধ  নিষ্পত্তি পদ্ধতিতে মামলা নিষ্পত্তি এবং গরিব ও অসহায় ব্যক্তিদের মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের সংখ্যা পর্যায়ক্রমে বেড়ে চলেছে। এছাড়াও জেলা লিগ্যাল এইড অফিস কুমিল্লা বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই লিগ্যাল এইড কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং  আরো গতিশীল করতে জেলা লিগ্যাল এইড কমিটি, কুমিল্লা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সহযোগীতায় সর্বাত্মকভাবে কাজ করে যাবে। তিনি সরকারি লিগ্যাল এইড কার্যক্রমে কমিটির সকল সদস্যকে আন্তরিকভাবে সহযোগীতা করার অনুরোধ করেন।