চৌদ্দগ্রামে ভোটারদের কাছে টিউবওয়েল মার্কা জনপ্রিয়তার শীর্ষে
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
আসন্ন ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রাম ওয়ার্ড থেকে এলাকাবাসীর সমর্থিত প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এমরানুল হক কামাল (ভার্ড কামাল)। নির্বাচনের তফসিল ঘোণনার আগে থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন ভোট প্রার্থনা করছেন তিনি। চৌদ্দগ্রাম ওয়ার্ডকে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে এলাকাবাসীর দাবি পূরণের লক্ষে সদস্য প্রার্থী এমরানুল হক কামাল (ভার্ড কামাল) কে সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য চলছে সর্বস্তরের জনগণ ভোটার ও নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনা। ভোটার ও সমর্থকদের মুখে মুখে ব্যাপক আলাপচারিতা থেমে নেই, সকল শ্রেণিপেশার ভোটারদের ব্যাপক আলোচনা বিরাজমান। ভার্ড কামাল টিউবওয়েল প্রতীকে ভোট চেয়ে বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই আমার প্রিয় চৌদ্দগ্রাম ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো, আমার প্রিয় নেতা আধুনিক চৌদ্দগ্রামের উন্নয়নের বাতিঘর সাবেক সফল রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিবো। আমি নির্বাচিত হওয়ার পর জেলা পরিষদ থেকে যে সকল বরাদ্দ আসবে সব চৌদ্দগ্রামের উন্নয়নের বিলিয়ে দেবো যদি ঘাটতি থাকে নিজের ব্যক্তিগত তহবিল থেকে দান করবো। রাস্তাঘাট, পুল কালভার্ট, মসজিদ, মক্তব, কবরস্থান গাইডওয়াল নির্মাণসহ যাবতীয় উন্নয়ন কাজ করবো। তিনি এক আলাপচারিতায় বলেন, আমি যদি নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোটে জয়ী হতে পারি তাহলে নিজের জীবনের বিনিময়ে হলেও সমাজের নিরীহ গরিব মানুষের পাশে দাঁড়াবো। মাদকমুক্ত একটি আধুনিক ওয়ার্ড ও অসহায় মানুষের পাশে থাকার মূল লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন এমরানুল হক কামাল (ভার্ড কামাল)।