ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় রেজভিয়া দরবার শরীফের উদ্দ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উপযাপন
Published : Tuesday, 27 September, 2022 at 12:00 AM, Update: 27.09.2022 1:22:58 AM
কুমিল্লায় রেজভিয়া দরবার শরীফের উদ্দ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উপযাপননিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় রেজভিয়া দরবার শরীফের উদ্দ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রেজভীয়া দরবার শরীফ কুমিল্লা মহানগরের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হাসান রেজভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা রেজভীয়া দরবার শরীফের মহানগর সভাপতি কাজী একরানুল ইসলাম, মোতয়ালী সমিতি বৃহত্তর  কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কাজী বেলাল আহাম্মদ খান, আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক খাদেম ফিরোজ, উপস্থিত ছিলেন আসলাম রেজভী, রহিম রেজভী, দেলোয়ার হোসেন বাপ্পু, সেলিম, আমির, জামাল, এড. শাহ মো: কাইউম, আক্কাস রেজভী, বাবুল রেজভী, মোতয়াল্লী সমিতির সাংগঠনিক সম্পাদক ছৈয়দ  রাজীব । সার্বিক আয়োজনে সাবেক কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি শহীদ সাইফুল ইসলাম প্রধানের পরিবার বর্গ।