ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে  অর্ধশতাধিক গাছের চারা কেটে ফেলার অভিযোগ
Published : Tuesday, 27 September, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ||
কুমিল্লার বুড়িচং উপজেলার কালীকৃষ্ণ নগর গ্রামে পারিবারিক  পূর্ব বিরোধের জের ধরে  বাগানে রোপন করা  আম ও কাঠাল গাছের  চারা কেটে ফেলার   অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ সেপ্টেম্বর  রোববার বিকাল ৩টার  সময় বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের  মৃত.আবদুল লতিফ মাস্টারের ছেলে মো. ইউসুফ মিয়া (৬৮) মালিকানাধীন ভূমিতে। এ ব্যাপারে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের  মৃত.আবদুল লতিফ মাস্টারের ছেলে মো. ইউসুফ মিয়া (৬৮) তারই প্রতিবেশী  কবির হোসেন (৪৩) গংদের অভিযুক্ত করে গত ২৫ সেপ্টেম্বর রোববার  রাতে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দায়ের করা লিখিত অভিযোগে  জানা যায়- কালীকৃষ্ণনগর গ্রামের  মৃত.আবদুল লতিফ মাস্টারের ছেলে মো. ইউসুফ মিয়া (৬৮) গংরা তাদের নিজস্ব মালিকানাধীন পৈত্রিক ভূমিতে বংশপরম্পরায় বাগান করে আসছে। গত ১ বছর পূর্বে বাগানের বড় বড় গাছ কেটে  নতুন বাগান সৃজনের লক্ষ্যে আম ও কাঠাল জাতীয় ফলের গাছ রোপন করে আসছেন। কিন্তু প্রতিপক্ষরা কালিকৃষ্ণনগর মৌজায় খতিয়ান নং- ১১, ১৩২, দাগ নং- ৪৫,৬১ হালে ১১৯, ১৪৩ ভিটি বাড়ী ও বাগানসহ বিবদমান ২০ শতক তাদের পৈত্রিক ভূমিতে জোর পূর্বক ঘর নির্মানসহ বাগানের গাছ গাছালী কেটে ও উপরিয়ে ফেলে দেয়। এসময় তারা প্রতিবাদ করলে নিরপরাধ পরিবারের লোকজনের উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচারসহ ক্ষতিগ্রস্ত প্রতিবাদ করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি প্রদর্শন করে । এ নিয়ে সাহেব সর্দারগণ বিগত দিনে শালিসী বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা করতে চাইলে প্রতিপক্ষরা মানছে না। কাণ্ড জ্ঞানহীন অনেকটা মাতালের মত দিনের পর দিন তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঘটনার দিন গত ২৫ সেপ্টেম্বর বিকেল ৩ টার সময় পুনরায় রোপনকৃত প্রায় শতাধিক আম ও কাঠারের চারা গাছ কেটে ফেলে। এ ছাড়া তাদের কে বিভিন্ন ভাবে হুমকি ধমকী ভয়ভীতি প্রদর্শনের কারণ নিরাপত্তা হীনতায় ভোগছে।