ডেনমার্কে ধরাশায়ী বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স
Published : Tuesday, 27 September, 2022 at 12:00 AM
উয়েফা
নেশন্স লিগে প্রতিশোধ নিতে নেমে ফের ডেনমার্কে ধরাশায়ী বিশ্বচ্যাম্পিয়ন
ফ্রান্স। 'এ' লিগের এক নম্বর গ্রুপের শেষ রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে ২-০
গোলে জিতেছে ডেনমার্ক।
কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে দুই দলই
লড়েছে সমানে সমান। গোলের জন্য লক্ষ্য বরাবর সমান সাতটি শটই করে দুই দল।
কিন্তু প্রথমার্ধে ছয় মিনিটের ব্যবধানে ডেনমার্ক পেয়ে যায় দুই গোল। ফ্রান্স
করতে পারেনি একটিও।
ম্যাচের ৩৩ মিনিটে ক্যাসপার ওলবার্গ করেন প্রথম
গোল। পরে ৩৯ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দর্শকদের আনন্দে
ভাসান আন্দ্রেস স্কভ ওলসেন। ম্যাচের দুই অর্ধেই দারুণ কিছু সুযোগ পাওয়া
এমবাপে, গ্রিজম্যানরা হতাশ করলে সহজ হয় ডেনমার্কের জয়।
তবে এই হারে
বাদ পড়েনি ফ্রান্স। অন্য ম্যাচে ফল পাওয়ায় নেশন্স লিগের প্রথম স্তরে টিকে
গেছে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে অস্ট্রিয়াকে ৩-১ গোলে হারিয়ে
এই গ্রুপ থেকে চার দলের ফাইনালে খেলবে ক্রোয়েশিয়া। দ্বিতীয় স্তরে নেমে গেছে
অস্ট্রিয়া।