Published : Saturday, 24 September, 2022 at 12:00 AM, Update: 24.09.2022 2:23:02 AM

কুমিল্লা
জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়া ৭ জন সদস্যের আপিল
আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জন তাদের প্রার্থীতা ফিরে পেছেন।
নামঞ্জুর হয়েছে দুই জনের আবেদন। বাদ পড়া দুই সদস্য প্রার্থী হলেন- ১১নং
ওয়ার্ড সদস্য পদ প্রার্থী মাঃ সাইফুল ইসলাম ও একই ওয়ার্ডের মোঃ সুলতান
আহাম্মদ। আপিল আবেদনে যারা সদস্য প্রার্থীতা ফিরে পেয়েছেন তারা হলেন- ১০
নং ওয়ার্ডের ডা. এম এ কাদের খান, ৭ নং ওয়ার্ডের সেলিম মিয়া, ১০নং ওয়ার্ডের
মোহন মিয়া, ১০নং ওয়ার্ডের মশিউর খান এবং ২নং ওয়ার্ডের মোঃ আরিফুর রহমান।
জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত
কমিশনার(রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই তথ্য
জানা গেছে।
গত ১৮ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে এক
চেয়ারম্যান প্রার্থী ও ৭ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে
রিটার্নিং কর্মকর্তা। পরে ৭ জন সদস্য প্রার্থী পুনরায় আবেদন করেন। আপিল
নিষ্পত্তি শেষে ৫ জন সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।
এদিকে
যাচাই বাছাইয়ে বাদ পড়া চেয়ারম্যান প্রার্থী দুলাল মিয়া প্রার্থীতার জন্য
আবেদন না করায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মফিজুর রহমান বাবলুর বিনা
প্রতিদ্বন্ধীতায় জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে।
সহকারী রিটার্নিং অফিসার
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, আগামী ২৬ তারিখ সকাল
১০ টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে
প্রতীক বরাদ্দ করা হবে।