চান্দিনায় ইমাম আহমদ রেযা স্মরণে ‘আলা হযরত’ সেমিনার অনুষ্ঠিত
Published : Friday, 23 September, 2022 at 9:36 PM, Update: 23.09.2022 9:40:38 PM
কুমিল্লার চান্দিনায় যথাযথ ভাবগাম্ভীর্যে ইমামে আযম আলা হযরত ইমাম আহমদ রেযা (রা.) এর ১০৪ তম ওফাত বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মময় জীবন ও ইসলামে তাঁর অবদান বিষয়ে ‘আলা হযরত’ সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা পৌরসভায় পীরে ত্বরিকত মুফতি নাজিরুল আমিন রেজভী হানাফী ক্বাদেরী প্রতিষ্ঠিত ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদরাসা মিলনায়তনে ওই সেমিনার হয়।
এতে সভাপতিত্ব করেন- মাদরাসার নির্বাহী পরিচালক ও রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের মহাসচিব মুফতি কাজী ছিদ্দিকুর রহমান রেজভী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাও. আলহাজ্ব এম.এ মবিন আনোয়ারী রেজভী, মো. হারুনুর রশিদ মেম্বার, মুফতি আহমদ রেযা সোহাগ, মো. আবদুল হাকিম, প্রভাষক মো. জামাল হোসেন, মাদ্রাসার সেক্রেটারি মো. সালাহউদ্দীন, শিক্ষা বিষয়ক সমন্বয়ক মাও. আবদুল হাকিম আন নাজিরী, অর্থ সচিব মাও. হুমায়ুন কবির রেজভী, হাফেজ মো. বোরহান রেজভী, হাফেজ ইবরাহীম মিয়া, হাফেজ আ. কাদের, মো.ইউনুস প্রমুখ।
বক্তারা বলেন- ইমাম আহমদ রেযা (রা.) নাত ও ক্ষুরধার লেখনির মাঝে ইমানদারগণ ইশকে রাসূল তথা রুহানী প্রেরণার উৎস খুজে পায়। তিনির জীবদ্দশায় ৫৫ টি বিষয়ের উপর ১৫০০ কিতাব লিখে ইসলামের নির্ভূল রূপরেখা তুলে ধরে মুসলমানদেরকে কুরআন সুন্নাহর সঠিক পথ বাতলিয়ে দেন।