Published : Saturday, 24 September, 2022 at 12:00 AM, Update: 24.09.2022 2:22:55 AM

সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার
বুড়িচং থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
করেছে পুলিশ। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মারুফ রহমান জানান- থানার
এসআই মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ২২ সেপ্টেম্বর বেলা আড়াইটার
সময় ১ নং রাজাপুর ইউনিয়নের পাঁেচাড়া সাকিনস্থ বাগড়া টু কুমিল্লাগামী পাকা
রাস্তার লড়িবাগগামী পাকা রাস্তায় মাথায় পালন করে আসছিল। চেকপোস্ট ডিউটি
পালনকালীন
সময়ে যাত্রীবাহী একটি সিএনজিকে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশী চালিয়ে ৮
কেজি গাঁজাসহ আলআমিন (২৬) ও নজরুল ইসলাম (২৫) নামে দুই জন মাদক কারবারীকে
আটক করেছে পুলিশ। এ সময় সিএনজি চালক মো. ফরহাদ হোসেনের ফেলে যাওয়া ১ টি
নাম্বারবিহীন ১ লক্ষ ২৫ হাজার টাকার সিএনজি ও উদ্ধার করা হয়েছে। আটককৃতদের
বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা নং- ২২/৩০২, তাং, ২২/৯/২০২২. ধারা ২০১৮ সালের
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর সারণির ১৯ (খ)/৩৮/ ৪১ ধারায় মামলায়
রুজু করা হয়।