চান্দিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পুন:নির্মিত ৪৪ ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন
Published : Saturday, 17 September, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৪৪ ব্যবসা প্রতিষ্ঠান পুন:নির্মাণের পর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর শাহরাস্তীর রাজাপুরা দরবার শরীফ এর পীর আল্লামা শাহ্ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, চান্দিনা পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন।
কাউন্সিলর আবু কাউসার এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন চাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাউন্সিলর দুলাল মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার ইজারাদার জাহাঙ্গীর আলম, শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবু ইউসুফ, কাউন্সিলর আকতার আহমেদ নাদিম, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ আলী ভূইয়া, ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন, চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি বাহারুল ইসলাম বাহার প্রমুখ।