ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৯ নিত্যপণ্যের দাম নির্ধারণ সাতদিনের মধ্যে: বাণিজ্যমন্ত্রী
Published : Friday, 16 September, 2022 at 2:03 PM
৯ নিত্যপণ্যের দাম নির্ধারণ সাতদিনের মধ্যে: বাণিজ্যমন্ত্রীবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের বাজারে ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে আগামী সাতদিনের মধ্যে নতুন এ দাম নির্ধারণ হবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দাম নির্ধারণের সময় এরই মধ্যে ১৫ দিন পেরিয়ে গেছে। এ কারণে আগামী সাতদিনের মধ্যে নতুন দাম নির্ধারণ করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মুরগির খাদ্য, পরিবহন খরচ ও অন্যান্য দাম বিবেচনায় রেখে ডিমের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করে দেবে মন্ত্রণালয়। এছাড়া খাদ্যপণ্য, তেল ও স্টিলসহ আরো বেশ কিছু পণ্যের দাম নির্ধারণ করা হবে।