ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
Published : Saturday, 17 September, 2022 at 12:00 AM
নেত্রকোনার আটপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছে- ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির (৭) ও এরশাদ মিয়ার ছেলে সিফাত (৭)। তারা একে অপরের চাচাত ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সাব্বির ও সিফাত পাশের ইয়ার হোসেনের বাড়ির সামনে খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে তারা বাড়ির সামনের পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পুকুর থেকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।