ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাহ্মণপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ ও দোয়া
Published : Saturday, 17 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বরেণ্য রাজনীতিবিদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। মরহুমের ছোট ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছৈয়দ আব্দুল কাফী, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ,  দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ পিজিউল আলম, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম মজুমদার,অধ্যক্ষ সেতারা ইয়ামিন  প্রফেসর মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আবুল কাশেম মাষ্টার, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, মনির হোসেন চৌধুরী, সাবেক সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান ওসমান  গনি ভূইয়া ও কাশেদুল আলম ভূইয়া বাবু, থানার অফিসার ইনচার্জ (ওসি) সদ্য সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ছাদেকুর রহমান পিয়াস, মরহুমের ছেলে জেলা ক্রিকেট কমিটির সদস্য আবু ছায়েব বাপ্পী ও জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, যুবলীগের আহবায়ক সুলতান আহাম্মেদ, বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক লিটন খান, দক্ষিণ জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শাহ আলম, দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল ছোবহান খন্দকার সেলিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিম, এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, যুবলীগ নেতা হাজী ইস্রাফিল ভূইয়া, উপজেলা মহিলানেত্রী এডভোকেট শামীমা খানম চৌধুরী, সদস্য সচিব তাছলিমা আক্তার, বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সামাদ, যুবলীগ নেতা আবু মোছা মোল্লা, ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, নাজমুল হাছান শরীফ, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি হাছান মাহমুদ সুমন,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিনসহ বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান ও মোনাজাত পরিচালনা করেন আবু বক্কর ছিদ্দিক।