ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের চোখ ধাঁধানো জয়
Published : Saturday, 17 September, 2022 at 12:00 AM
বাংলাদেশের চোখ ধাঁধানো জয়২০১৬ সালে একবারই সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। ৬ বছর পর আবারও ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। শুক্রবার সেমিফাইনালে সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ধসিয়ে দিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। জয়ের ব্যবধানটা চোখ ধাঁধানো, ৮-০ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা!
তাতে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়ের রেকর্ড অটুট থাকলো। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশকে কোনোভাবেই আটকে রাখতে পারেনি ভুটান। আগের দিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও সাবিনা-স্বপ্নাদের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে তারা।
সাবিনাদের আক্রমণের চাপে দিশেহারা ভুটান প্রথমার্ধেই ৪ গোল হজম করে! ম্যাচের ১ মিনিট ৩৪ সেকেন্ডেই গোল পায় বাংলাদেশ। মনিকা চাকমার থ্রু পাস থেকে ভুটান গোলকিপারকে কাটিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সিরাত জাহান স্বপ্না।
১৭ মিনিটে মারিয়া মান্দার ক্রসে গোলকিপারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা খাতুন।
৩০ মিনিটে মনিকার ক্রসে কৃষ্ণার লাফিয়ে ওঠা হেড এক ড্রপ খেয়ে জালে জড়ালে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ।
পাঁচ মিনিট পর মনিকার থ্রু পাস পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি ভুটান গোলকিপার। ঋতুপর্ণা চাকমা বল পেয়ে বাঁ পায়ের নিচু শটে ফাঁকায় বল জালে জড়ান।
বিরতির পরও বাংলাদেশের গোলক্ষুধা কমেনি। একের পর এক লক্ষ্যভেদ করে প্রতিপক্ষকে তটস্থ রাখে। ৫৩ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন সাবিনা। ডান প্রান্ত থেকে কৃষ্ণা রানী সরকারের পাসে বক্সের মাঝ বরাবর ফাঁকায় বল পান বাংলাদেশ অধিনায়ক। ঠান্ডা মাথায়, দুর্দান্ত ফিনিশিংয়ে এবারের সাফে নিজের সপ্তম গোলটি তুলে নেন সাবিনা।
তিন মিনিট পরেই সাবিনার ফ্রি-কিক ধরে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেন ডিফেন্ডার মাসুরা পারভিন। ৫৭ মিনিটে সাবিনার ফ্রি-কিক ভুটানি গোলকিপার আটকাতে ব্যর্থ হলে বল পান মাসুরা। সুযোগের অপেক্ষায় থাকা এই ডিফেন্ডার আরেক গোলের আনন্দে ভাসান বাংলাদেশকে।
ম্যাচের শেষভাগে এসে দলের সপ্তম গোলটি ফরোয়ার্ড তহুরা খাতুনের। ৮৭ মিনিটে ঋতুপর্ণার ক্রস থেকে বল তহুরার গায়ে লেগে জালে জড়ালে আরও একটি গোল আসে।
অন্তিম সময়ে এসে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন সাবিনা। অতিরিক্ত সময়ে মাঝমাঠ থেকে ঋতুপর্ণার পাস থেকে ভুটানি গোলকিপারকে আবার বোকা বানিয়ে দলকে বড় জয় এনে দেন সাবিনা।
আগামী ১৯ সেপ্টেম্বর ভারত-নেপালের অন্য সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।