শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা
Published : Saturday, 17 September, 2022 at 12:00 AM
টি-টোয়েন্টি
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আজ
শুক্রবার ঘোষিত ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্দিমালের।
তার জায়গা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। গত ফেব্রুয়ারিতে তিনি সর্বশেষ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন।
এবারের এশিয়া কাপের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
দলের
নেতৃত্বে আছেন এশিয়া কাপজয়ী অধিনায়ক দাসুন শানাকা। তবে এশিয়া কাপের দল
থেকে বেশ কয়েকজন বাদ পড়েছেন। তারা হলেন আশেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা,
মাতিশা পাতিরানা, নুয়ানিদু ফার্নান্দো ও আসিতা ফার্নান্দো। চোটের কারণে
এশিয়া কাপে খেলতে না পারা দুই পেসার দুষ্মন্ত চামিরা ও লাহিরু কুমারাকে
বিশ্বকাপের দলে রাখা হয়েছে। স্ট্যান্ডবাই তালিকায় চান্দিমালের সঙ্গে আছেন
বান্দারা, জয়াবিক্রমা, নুয়ানিদু এবং বিনুরা ফার্নান্দো।