গোল পেলেন সালাহ, আয়াক্সকে হারাল লিভারপুল
Published : Thursday, 15 September, 2022 at 12:00 AM
উয়েফা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল ও
নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। ঘরের মাঠ এনফিল্ডে কষ্টার্জিত জয় পেয়েছে
লিভারপুল।
ম্যাচের ১৭তম মিনিটে দিয়েগো জতার পাস থেকে গোল করে লিভারপুলকে
এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। লিভারপুল অবশ্য খুব বেশি সময় লিড ধরে রাখতে
পারেনি।
২৭তম মিনিটে আয়াক্সকে সমতায় ফেরান মোহাম্মদ কুদুস। সমতায় থেকে বিরতিতে যায় দুদল।
বিরতির
পর দারুণ খেলেও গোল পাচ্ছিল না কোনো দলই। শেষ মুহুর্তে ম্যাচের ৮৯তম
মিনিটে গোল করেন লিভারপুলের জুয়েল ম্যাটিপ। ওই গোলটি আর পরিশোধ করতে পারেনি
আয়াক্স। ফলে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।