বায়ার্নের মাঠে বার্সেলোনার হার
Published : Thursday, 15 September, 2022 at 12:00 AM
বায়ার্ন
মিউনিখের সঙ্গে মুখোমুখি লড়াই এবারও হার এড়াতে পারলো না বার্সেলোনা।
মঙ্গলবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ
পর্বের লড়াইয়ে জার্মান ক্লাবটির বিপক্ষে ২-০ গোলে হেরেছে কাতালানরা।
প্রথমার্ধে
এদিন বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু জালের ঠিকানা খুঁজে পায়নি
কেউই। দ্বিতীয়ার্ধে চার মিনিটে দুই গোল করে হতাশায় ডোবালো জার্মান ক্লাবটি।
বিপরীতে
৪৭ শতাংশ বল দখলে ছিল বায়ার্ন। এরম ধ্যে লুকাস হার্নান্দেজ ও লেরয় সানের
দুটি শট জালের ঠিকানা খুঁজে পায়। তবে বেশ কিছু ভালো সুযোগ মিস করেছেন
রবার্ট লেওয়ানডোভস্কি।
বার্সেলোনাররা খেলোয়াররাও গোলের সুযোগ নষ্ট করেছে। বড় কয়েকটি সুযোগ হাত ছাড়া হওয়ায় শূন্য গোলেই মাঠ ছাড়তে হয়েছে।
টানা
দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বায়ার্ন উঠে গেল শীর্ষে। গ্রুপের অন্য ম্যাচে
প্লাজেনকে ২-০ গোলে হারানো ইন্টার মিলান আছে তিন নম্বরে। গোল পার্থক্যে
এগিয়ে থেকে দুই নম্বরে বার্সেলোনা।