ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করুন বিপজ্জনক সাইবার হামলা
Published : Tuesday, 23 August, 2022 at 12:00 AM
ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করুন বিপজ্জনক সাইবার হামলাবর্তমান সরকারের অগ্রাধিকারগুলোর অন্যতম দেশকে তথ্য-প্রযুক্তিতে এগিয়ে নেওয়া। এরই মধ্যে দেশ এ খাতে যথেষ্ট এগিয়েও গেছে। শহরের সীমা ছাড়িয়ে নতুন নতুন প্রযুক্তির মোবাইল, ইন্টারনেট গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। তথ্য-প্রযুক্তির নানা সুফল ক্রমেই মানুষের সহজলভ্য হচ্ছে।
সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম বা তথ্য-প্রযুক্তিনির্ভর অপরাধের পরিমাণও দ্রæত বেড়ে চলেছে। প্রযুক্তি তথা তথ্য-প্রযুক্তির প্রসার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার হামলার ঘটনা। দেশে সাইবার হামলা মোকাবেলায় কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) জানিয়েছে, দেশে ‘ডি ডস’ সাইবার হামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের কয়েকটি তথ্য পরিকাঠামোতে এই হামলা করা হয়। বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে নেটওয়ার্কের ওপর ডি ডস আক্রমণ চলছে। আমাদের ন্যাশনাল ডাটা সেন্টারসহ বিভিন্ন জায়গায় তারা আক্রমণগুলো করেছে। অনলাইন ব্যাংকিংসহ আরো কিছু তথ্য পরিকাঠামো আক্রান্ত হয়েছিল।
এ ধরনের হামলাকে বিপজ্জনক উল্লেখ করে দেশের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে সতর্ক থাকার আহŸান জানিয়েছে সার্ট। নিজেদের নিরাপদ রাখতে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডিজিটাল সুরক্ষা গাইডলাইন’ অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যান্টি-ডি ডস হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন বা হালনাগাদ করে নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছে তারা। কারণ এ ধরনের সাইবার হামলার মাধ্যমে সাইবার অপরাধীরা তাদের নিয়ন্ত্রণে থাকা বটনেট দিয়ে নির্দিষ্ট কোনো আইটি অবকাঠামোতে হামলা চালিয়ে ওই আইটি অবকাঠামোকে নিয়মিত সেবা প্রদানে বাধা দেয় এবং তথ্য চুরি করে।
তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় ধরনের অপরাধের ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালের ৪ ফেব্রæয়ারি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আট কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই অর্থ চুরিতে উত্তর কোরিয়ার একটি চক্র জড়িত ছিল বলে এফবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে। এ ধরনের ঘটনার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ছিল এটিই প্রথম। ২০২০ সালের আগস্টের শেষ দিকে বাংলাদেশের ব্যাংকগুলোর ওপর নতুন করে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। সতর্কতার অংশ হিসেবে তখন অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিংসেবা সীমিত করে। ২০২১ সালে বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নিবন্ধনের অ্যাপ ‘সুরক্ষায়’ ২০ দেশের আইপি অ্যাড্রেস ব্যবহার করে সাইবার হামলা চালায় সাইবার অপরাধীরা।
সব প্রতিষ্ঠানে সাইবার হামলা ঠেকানোর মতো নিরাপত্তাবলয় নিশ্চিত করতে হবে। আইটি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। দক্ষ জনবল নিয়োগ এবং কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। সব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে-এটাই আমাদের প্রত্যাশা।