
এশিয়া
কাপের শিরোপার লক্ষ্যে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে
বাংলাদেশ দল। তার আগে আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন টি-টোয়েন্টির
নতুন কাপ্তান সাকিব আল হাসান। পুনরায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব পাওয়ার পর
এটিই সাকিবের প্রথম অফিসিয়াল সংবাদ সম্মেলন।
এশিয়া কাপের ফাইনাল খেলাটা
বাংলাদেশের জন্য কঠিন হবে উল্লেখ করে অধিনায়কের বাস্তবসম্মত প্রত্যাশা,
আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রæপের দুই ম্যাচ জয়। সাকিব বলেন,
'(ফাইনাল) আমাদের জন্য কঠিন। বাস্তবতা বিবেচনায় আমরা যদি দুইটা ম্যাচ ভালো
করতে পারি, বা আগের দুই বছর যেমন ক্রিকেট খেলেছি বা শেষ কয়েকটা সিরিজ
খেলছি, তাতে উন্নতির ছাপ রাখতে পারলে সেটা এ টুর্নামেন্টে আমাদের জন্য
অর্জন।'
বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এ টি-টোয়েন্টি তারকা আরও বলেন,
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অর্জন হবে নিজেদের সামর্থ্যের
সর্বোচ্চটা ব্যবহার করা ও ধারাবাহিক দলে পরিণত হওয়া।
এক প্রশ্নের জবাবে
সাকিব বলেন, 'আমাদেরকে প্রত্যেককে আলাদা করে বলে দেয়ার কিছু নেই। আমরা
ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের সব শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা
আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।'
এশিয়া কাপ শুরু হয়ে যাবে আগামী
শনিবার থেকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রয়েছে দুই মাসের মতো সময়। এ
সময়ের মধ্যে আমূল পরিবর্তনের ভাবনা নেই সাকিবের। তবে সময়ের পুরোটা কাজে
লাগিয়ে যতটা সম্ভব উন্নতির বার্তা দিলেন টাইগার অধিনায়ক।
তার ভাষ্য,
'আমাদের কাছে এখন দুই-আড়াই মাস সময় আছে। এখন দেখার বিষয়, এ সময়ের মধ্যে
কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির
সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিক‚লতার মাঝেও
আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।'
সাকিব আরও যোগ
করেন, 'আমি বলছি না যে, খেলার ধরনটা খুব একটা বদলে ফেলতে হবে। আমরা চাইলেই
আমাদের শরীরটা বড় করে ফেলতে পারবো না। তবে আমাদের হাতে যে শক্তিসামর্থ্য
রয়েছে সেটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ।'