ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফ্রিদির জায়গায় এশিয়া কাপে হাসনাইন
Published : Tuesday, 23 August, 2022 at 12:00 AM
হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তরুণ ডানহাতি পেসার মোহাম্মদ হাসনাইন।
২০১৯ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়েছেন হাসনাইন। দ্রæতগতিতে বোলিং করতে পারার সামর্থ্যের কারণে আলাদাভাবে নজর কেড়েছেন এ তরুণ।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে ও ১৮টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন হাসনাইন। এরই মধ্যে আন্তর্জাতিক মঞ্চে হ্যাটট্রিক করেছেন তিনি।
এছাড়া বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইংলিশ কাউন্টি ক্রিকেটেও খেলেছেন তিনি।
অবশ্য তিন বছরের ক্যারিয়ারে উত্থানের পাশাপাশি পতনও দেখেছেন হাসনাইন। চলতি বছরের ফেব্রæয়ারিতে প্রশ্নবিদ্ধ অ্যাকশনের কারণে বোলিং করা থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।