ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
যথাযথ মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ৯ টায় কালো ব্যাজ ধারণ এবং ৯ টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে শোক র?্যালি বের করা হয় এবং বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
পরে প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় এবং অধ্যাপক ড. দুলাল চন্দ নন্দীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসম  উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বঙ্গবন্ধু ছিলেন এই দেশের গণমানুষের নেতা। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি তার সারাজীবন ব্যয় করে গেছেন। বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নয়, একটি আদর্শ। ১৯৭৫ সালে তাকে হত্যার মাধ্যমে তার গড়া আদর্শকে হত্যার চেষ্টা করা হয়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু তার পুরোটা জীবন শোষণহীন এবং অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। আর বঙ্গবন্ধুর আদর্শ এবং তার চেতনাতেই চলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বাঙ্গালির জাতীয় জীবনে এই দিনটি একটি বেদনাদায়ক দিন। মুজিব একটি আদর্শের নাম। মানব প্রেম, অসীম দৃঢ়তা আর সর্বোচ্চ পর্যায়ের সততাই ছিলো মুজিবের আদর্শ। অথচ অনেকেই এখন এসব চেতনা লালন না করে নিজেকে পরিচয় দেয় মুজিব সেনা বলে। সারাজীবনের বিভিন্ন পর্যায়ে নানা কর্মকাণ্ডে দেখা যায় তিনি কিভাবে বাঙ্গালি জাতিকে ধারণ করেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙ্গালী জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য তৈরি করেছেন। সেজন্যই দেশের জন্য পাকিস্তানি বাহিনীর রাইফেলের সামনে দাঁড়াতে তাদের বুক একটুও কাঁপে নাই।