ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকীতে হোমনায় যুব ঋণ বিতরণ
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি সেলিমা আহমাদ এমপি ১২ লক্ষ ৬০ হাজার টাকা যুবঋণের চেক বিতরণ করেন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, যুব উন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন। উপজেলার ২৬ জন বেকার যুবক ও যুব মহিলার মাঝে ১২ লক্ষ ৬০ হাজার টাকা যুবঋণ বিতরণ করা হয়।