ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে স্থানীয় প্রশাসন ও আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে  প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর সৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.ট.এম.মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস, আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মুন্সি মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার।
আলোচনা সভা শেষে সাংসদ সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয় ফুলচাঁন ভবনে আয়োজিত ১৫ আগস্টে সকল শহিদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।