ভিমরুলের কামড়ে বরুড়ায় ২ শিক্ষার্থী আহত
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলায় ভিমরুলের কামড়ে ২ শিশু শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি দিঘুলী গ্রামে ঘটে।
জানা যায়, গতকাল উপজেলার ডিমডোল গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সাকিবুল হাসান সৈকত (১০) ও একই গ্রামের জুয়েলের ছেলে তাওহীদ (১২) দিঘুলী গ্রাম থেকে প্রাইভেট পড়ে ডিমডোল নিজ বাড়িতে আসার পথে ভিমরুলে কামড় মেরে মারাত্মক জখম করে।
দুইজনকে বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটাল নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল পাঠিয়ে দেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল হোসাইন। দুইজন আল মদিনা কিন্টার গার্ডেন এর ৫ম শ্রেণির শিক্ষার্থী।