বরুড়ায় জাতীয় শোক দিবস পালিত
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। প্রশাসনের উদ্যোগ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্তকস্তবক অর্পণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। তার আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলামের নেতৃত্ব শোক র্যালি অনুষ্ঠিত হয়। তার আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুটো অংশ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্তকস্তবক অর্পণ করেন।