ভবনে কাজ করার সময় বজ্রাঘাতে নির্মাণশ্রমিকের মৃত্যু
Published : Sunday, 7 August, 2022 at 12:00 AM
চট্টগ্রামে বজ্রাঘাতে বুলবুল (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) বিকাল ৪টায় বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার ২নং গলির মাশাল্লাহ ভবনের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।
মৃত বুলবুল ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বজ্রাঘাতে গুরুতর আহত বুলবুল নামে এক নির্মাণশ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বুলবুলকে হাসপাতালে নিয়ে যান রিয়াজ নামে এক সহকর্মী। তিনি জানান, বায়েজিদ মাশাল্লাহ ভবনে নির্মাণকাজ করার সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।