ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় চাকা বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসে আগুন, নিহত ১
জহির শান্ত
Published : Saturday, 6 August, 2022 at 7:57 PM
কুমিল্লায় চাকা বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসে আগুন, নিহত ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে আগুন ধরে গেলে গাড়িতে থাকা এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার দুপুরে মহাসড়কের চান্দিনা কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগমের (২৭) বাড়ি ফরিদপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছ, মাইক্রোবাসটি ঢাকার টঙ্গী থেকে ৯জন যাত্রী নিয়ে নোয়াখালীতে যাচ্ছিল। কুটুম্বপুর আসলে গাড়ির চাকা ফেটে রাস্তায় উলটে গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়দের সাহায্যে গাড়ির চালকসহ আটজন যাত্রী বের হতে পারলেও ফাতেমা বের হতে পারেননি। জলন্ত গাড়তে পরিবারের সামনেই পুড়ে মারা যায় ফাতেমা। ওই গাড়িতে ফাতেমার পরিবারের ৮ সদস্য ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির প্রেমধন মজুমদার জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস কুমিল্লার কুটুম্বপুর বাস্ট্যান্ড এলাকায় পৌঁছলে এর চাকা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় গাড়িটির অন্যান্য যাত্রীরা উদ্ধার হলেও ফাতেমা বেগম নামে একজন গাড়িতে আটকা পড়ে মারা যান। 
তিনি বলেন, মাইক্রোবাসটি আমাদের কাছেই আছে। লাশ পরিবার নিয়ে গেছে। এছাড়াও এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।