চট্টগ্রাম মহানগরীতে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (৬ আগষ্ট) দুপুর দেড়টায় মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন।
এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত থেকে চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক-শ্রমিকরা। ফলে পথে পথে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের পুননির্ধারিত দাম কার্যকর হয়। সেই দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ১১৪ টাকা, অকটেন লিটার প্রতি ১৩৫ টাকা ও পেট্রোল লিটার প্রতি ১৩০ টাকা করা হয়।