ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফেনীতে শিশু ধর্ষণ মামলায় সাবেক পুলিশ সদস্য কারাগারে
Published : Sunday, 7 August, 2022 at 12:00 AM
ফেনীর ছাগলনাইয়ায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশের অবসরপ্রাপ্ত এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার (৬ আগস্ট) আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার জয়নাল আবেদিন ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ঘোপাল গ্রামের বাসিন্দা।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৮ জুলাই শিশুটিকে ধর্ষণ করে জয়নাল আবেদিন। এরপর শিশুটি তার পরিবারকে জানায়। পরে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়ায় শিশুর পরিবার ভয়ে মামলা করার সাহস করেনি।
ওসি আরও বলেন, সম্প্রতি বিষয়টি জানাজানি হলে শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার থানায় মামলা করেন। পরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।