ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান
Published : Thursday, 4 August, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শিল্পপতি ও বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ, মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়। মঙ্গলবার  (২ আগস্ট) বিকেলে চান্দিনা আল আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের হিফজ বিভাগে ওই দোয়ানুষ্ঠান হয়।
এতে দৈনিক যুগান্তর এর চান্দিনা প্রতিনিধি মো. আবদুল বাতেনের সভাপতিত্বে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনী তুলে ধরে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও চান্দিনা মহিলা কলেজ এর আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনায়েত উল্লাহ্ ভূইয়া, চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরী ফারুক, এনটিভি প্রতিনিধি কাজী রাশেদ, দৈনিক ইত্তেফাক এর চান্দিনা ও বুড়িচং সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, দৈনিক সংবাদ এর চান্দিনা প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, নয়াদিগন্ত প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক আজকের পত্রিকা ও আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, মো. ওয়াসিম, আল আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
মিলাদ-মাহফিল, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষক হাফেজ মাওলানা কামরুজ্জামান। পরে এতিম শিশু ও অতিথিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।