দাউদকান্দিতে বস্তাবন্দি অর্ধ গলিত মরদেহ উদ্ধার 
			
			আলমগীর হোসেন
						
				
				Published : Wednesday, 3 August, 2022 at 8:24 PM
				
				
			 
			
			
দাউদকান্দিতে বস্তাবন্দি এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আটিপাড়া এলাকা এ লাশ উদ্ধার করা হয়। 
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আটিপাড়া ধান ক্ষেত থেকে সাদা বস্তার ভিতর কালো পলিথিনে পেঁচানো এক মহিলার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কিছু দিন পূর্বে তাকে হত্যা করে এখানে লাশ ফেলে যায়। লাশ পচে যাওয়ায় আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি ও পিবিআই। লাশ কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের করা হবে।