ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Published : Thursday, 4 August, 2022 at 12:00 AM
গত ০২ আগষ্ট মঙ্গলবার কুমিল্লার স্থানীয় একটি পত্রিকায় ‘গরিবের টাকাতেও ভাগ চান ইউপি সদস্য’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। পরবর্তীতের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। স্থানীয় একটি চক্র আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন চক্রান্ত করছে। এটি ওই চক্রান্তেরই একটি অংশ। আমি ইউপি সদস্য হওয়ার পর তাঁরা একের পর এক এমন চক্রান্ত করেই যাচ্ছে। তবে এতে আমি বিচলিত বা চিন্তিত নই। আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ওই চক্রটি সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে পত্রিকায় মিথ্যা সংবাদ ছাপিয়েছে। অথচ আমি এমন গর্হিত কাজে কখনই জড়িত ছিলাম না। সংবাদে যে শ্রমিকরা বক্তব্য দিয়েছেন তাঁরা কোন ওই চক্ষের শিখানো বক্তব্য দিয়েছেন। শ্রমিকরা যখন মাঠে কাজ করে তখন আমি নিজের টাকা খরচ করে তাদের নাস্তা পানি সরবরাহ করেছি। তাঁরা যাতে ভালোভাবে কাজ করে সেদিকেও খেয়াল রেখেছি। কয়েকজন শ্রমিক ঢিলেঢালাভাবে কাজ করলে আমি তাদের শাসিয়েছি এ কারণে তাঁরা আমার নামে সাংবাদিকদের কাছে মিথ্যা বক্তব্য দিয়েছেন। বর্তমানে ৪০দিনের কর্মসূচীর টাকা শ্রমিকদের যার যার মোবাইল ফোনে বিকাশের  মাধ্যমে পেমেন্ট করা হয়। সেখানে থেকে টাকা নেওয়া বা চাওয়ার কোন সুযোগ নেই। আমাকে জড়িয়ে এমন উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো. আমির হোসেন চৌধুরী
ইউপি সদস্য, ধামতী ইউনিয়ন পরিষদ, দেবিদ্বার, কুমিল্লা।