ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এশিয়া কাপে খেলার টার্গেট সোহানের
Published : Thursday, 4 August, 2022 at 12:00 AM
আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। এখনও সিদ্ধান্ত না হলেও জানা গেছে, সোহানকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে এশিয়া কাপে এই উইকেটকিপারের খেলার সম্ভাবনা ক্ষীণ। যদিও সোহান এশিয়া কাপে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।চোট নিয়ে মঙ্গলবার রাতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন সোহান। এসেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু টেস্ট করিয়েছেন। খুব বেশি সমস্যা দেখা যায়নি। তারপরও হারের ওপর হার উঠে গেছে কিনা সেটি জানার জন্য আরও একটি টেস্ট করতে হবে। তারপরই জানা যাবে সোহানকে বিদেশে যেতে হবে কিনা।
বাংলা ট্রিবিউনকে এই উইকেটকিপার ব্যাটার বলেছেন, ‘ইনশাআল্লাহ, আশা করি এশিয়া কাপের আগে সেরে উঠবো। ডাক্তার দেখিয়েছি, কিছু পর্যবেক্ষণ আছে। তারপরই আসল অবস্থা জানা যাবে। ইনশাআল্লাহ ৩ সপ্তাহের মধ্যে সেরে উঠবো।’
মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক নির্বাচন করা হয় সোহানকে। প্রথম ম্যাচ হারও তার নেতৃত্বে দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ ম্যাচে সোহানের ইনজুরিতে নেতৃত্ব পান মোসাদ্দেক হোসেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দল ম্যাচটি হেরে ২-১ ব্যবধানে সিরিজ খুঁইয়েছে। সিরিজ হারে নিজের খারাপ লাগার কথা লুকাতে পারলেন না উইকেটকিপার ব্যাটার।
বিমানবন্দরে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই খারাপ তো লাগবেই। হারলে তো খারাপ লাগবেই। আমিও থাকতে পারিনি, নিজের কাছে খারাপ লাগছে।’
টি টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতবে বলে মনে করেন সোহান, ‘আমরা টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে অনেক ভালো। ইনশাআল্লাহ ওয়ানডেতে আমরা খুব ভালো কিছু করবো।’ একই সঙ্গে জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের প্রভাব এশিয়া কাপে পড়বে না বলে মনে করেন তিনি, ‘এশিয়া কাপের এখনও সময় আছে। ভিন্ন একটা টুর্নামেন্ট। মনে হয় না ওরকম প্রভাব ফেলবে।’
এশিয়া কাপের প্রতিপক্ষ নিয়ে সোহানের উত্তর, ‘টি-টোয়েন্টিতে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। শ্রীলঙ্কা-আফগানিস্তান দুটো দলই খুব ভালো প্রতিপক্ষ। আমরা নিজেদের শতভাগ দিয়ে ঘাটতির জায়গাগুলোয় কিছুটা উন্নতি করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে। উন্নতির জায়গায় মনোযোগ দিতে হবে যাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করতে পারি।’