উইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ভারত
Published : Thursday, 4 August, 2022 at 12:00 AM
স্বাগতিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত।
মঙ্গলবার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৭
উইকেটে হেরেছে স্বাগতিকরা। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল
রোহিত শর্মার দল।
ক্যারিবীয়দের দেওয়া ১৬৫ রানে লক্ষ্যে ভারত পৌঁছে এক ওভার হাতে রেখে।
রান
তাড়া করতে নামার কিছুক্ষণ পরই আহত অবসরে মাঠ ছাড়েন রোহিত শর্মা (৫ বলে
১১)। তবে অপর ওপেনার সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলে ভারতকে
নিয়ে যান জয়ের দিকে। তাঁকে দারুণ সঙ্গ দেন শ্রেয়াস আইয়ার (২৪)। হার্দিক
পাণ্ডিয়া ৪ রান করে ফিরলেও ঋষভ পন্থ ২৬ বলে ৩৩ আর দীপক হুদা ৭ বলে ১০ করে
দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে উইন্ডিজ। ওপেনার
কাইল মেয়ার্সের ৫০ বলে ৭০ রানের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তোলে
তারা। ব্যাটিংয়ে অবদান ছিল ব্রেন্ডন কিং (২০ বলে ২০), নিকোলাস পুরান (২৩
বলে ২২), রভম্যান পাওয়েল (১৪ বলে ২৩) ও সিমরন হেটমায়ারেরও (১২ বলে ২০ রান)।
ভারতের পক্ষে দুটি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। এ ছাড়া একটি করে উইকেট
পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া ও আর্শদ্বীপ সিং। ম্যাচসেরার পুরস্কার উঠেছে
সূর্যকুমারের হাতে।