শিক্ষাই পারে মানুষকে সোনার মানুষে পরিণত করতে-- এড. আবুল হাসেম খান এমপি
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
জাতিকে আত্মনির্ভরশীল ও উন্নতির শিখরে পৌঁছে দিতে শিক্ষার কোন বিকল্প নেই। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ তৈরি করার একমাত্র মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা মানুষকে সোনার মানুষে রুপান্তিত করে।
গতকাল ৩১ জুলাই চান্দলা করিম বক্স স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত "কলেজ সেকশন" এমপিওভুক্তি উপলক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন, আলোচনা সভা ও শিক্ষক কর্মচারীদের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আজ শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এবছর নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করেছেন এবং অন্যান্য স্কুল কলেজগুলো অচিরেই এমপিওভুক্ত করা হবে। শহরের শিক্ষা ব্যবস্থার মত আজকাল গ্রামের ছেলেমেয়েরাও শিক্ষার বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের রাষ্ট্র পরিচালনা করবে এবং দেশকে সোনার বাংলায় পরিণত করবে।
প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ডাঃ আতাউর রহমান জসীমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন স্কুলের ছাত্র আশ্রাফুল ইসলাম। প্রতিষ্ঠানের শিক্ষক আবুল কালাম আজাদ, আবুল কাশেম খান ও আল আমিনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার ডঃ রেজাউল করিম ভূইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, থানার অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী, দাতা সদস্য এমদাদুল করিম ভূইয়া ও এরশাদুল করিম ভূইয়া, অধ্যক্ষ জয়নাল আবেদীন, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন,ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সাতজন শিক্ষক ও দুইজন কর্মচারীদেরকে বিদায়ী সংবর্ধনা স্মারক ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।