শ্রীমতী যোগমায়া সূত্রধরের ১ম মৃত্যুবার্ষিকী
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাগমারা বাজার, লালমাই শাখার স্বত্বাধিকারী অনিল সুত্রধরের মাতা স্বর্গীয় শ্রীমতী যোগমায়া সূত্রধরের ১ম মৃত্যুবার্ষিকী নাওড়া সুত্রধর বাড়িতে গত ২৫ জুলাই সোমবার নিজালয়ে পালিত হয়।
তিনি লালমাই উপজেলার নাওড়া গ্রামের সুত্রধর বাড়ির স্বর্গীয় উপেন্দ্র সুত্রধরের সহধর্মিণী ।