ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শশীদল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামসুদ্দোহা বারীর সঞ্চালনায় ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিফাতের সভাপতিত্বে প্রধান আকর্ষণ ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আবু তৈয়ব অপি। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী গোলাম ফারুক, সদর ইউপি সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক শাহ আলম, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, জেলা ক্রিকেট কমিটির সদস্য মোঃ আবু ছাইব বাপ্পী, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী আবুল কাশেম মাষ্টার, এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইঁয়া, মহিলা লীগের আহবায়ক এডভোকেট শামীমা চৌধুরী, সদস্য সচিব তাসলিমা আক্তার, ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, সাবেক ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাছান শরীফ, সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলীফ, সাধারণ সম্পাদক গাজী নাঈম হাছান। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রাসেল আহম্মেদ, মাধবপুর ছাত্রলীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, শশীদল ইউপি সদস্য মোঃ সুমন সরকার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচএম সাকিব ও যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ আল নূর দূূর্জয়। এসময় উপজেলা আওয়ামীলীগ ও এর অংগসঙ্গঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করে তুলেন।