রিয়ালের কাছে জুভেন্টাসের হার
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
প্রাক-মৌসুম
প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও
ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে সেই ম্যাচে
জুভদের ২-০ গোলে হারিয়েছে রিয়াল।
ম্যাচের ১৯তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে বক্সের ভেতরে ফেলে দেন দানিলো। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
এরপর সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজিমা। লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে
নেমেও জুভেন্টাসের রক্ষণের পরীক্ষা নিতে থাকেন রিয়ালের ফরোয়ার্ডরা। তবে
জুভেন্টাসের রক্ষা প্রাচীর ভেদ করতে সময় লাগছিল। ম্যাচের ৬৯ মিনিটে ভাঙে
সেই প্রাচীর। মার্কো আসেনসিওর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। পিছিয়ে পড়ে খেলায়
ফেরার চেষ্টা চালাতে খুব একটা দেখা যায়নি জুভেন্টাসকে।
ম্যাচের বাকি সময়
আর গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে কার্লো আনচেলত্তির দল। কিছুদিন আগেই
স্পেনের আরেক ক্লাব বার্সেলোনার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছিল জুভেন্টাস।
তবে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে পেরে ওঠেনি ইতালিয়ান
জেব্রারা।