ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরা মোসাদ্দেক
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
প্রথম ওভারেই জোড়া আঘাত। মোসাদ্দেক হোসেন সৈকত শুরুতেই জিম্বাবুয়েকে কোণঠাসা করে দেন। সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা ৪ ওভার বল করেন। ২০ রান খরচায় একাই নেন ৫ উইকেট। যেটি তার ক্যারিয়ারসেরা বোলিং।
মোসাদ্দেকের এই অফস্পিন ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে জিম্বাবুয়ে। ৮ উইকেটে ১৩৫ রানের বেশি এগোতে পারেনি তারা। বাংলাদেশও ম্যাচটা জিতেছে হেসেখেলে, ৭ উইকেটের জয়ে সিরিজে ফিরিয়েছে সমতা। জিম্বাবুইয়ান টপঅর্ডারের ৬ ব্যাটারের মধ্যে ৫ জনকেই সাজঘরের পথ দেখিয়েছেন মোসাদ্দেক। একটা সময় ৩১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। সব কটি উইকেটই নেন মোসাদ্দেক।
এমন দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে এই অফস্পিনিং অলরাউন্ডারের হাতেই। দল জিতে যাওয়ায় ব্যাট হাতে নামতে হয়নি, তবে বল হাতেই যা করেছেন, তাতে জয়ের নায়ক তো তিনিই।