ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিলের মেয়েরা
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
স্বাগতিক কলম্বিয়াকে হারিয়ে নারী কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিল। রবিবার ভোরে স্তাদিও আলফানসো পেরেজ স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে ব্রাজিলের মেয়েরা। কোপায় এটি তাদের অষ্টম শিরোপা।
দাপট দেখিয়ে গ্রুপ পর্ব পার করা ব্রাজিল আজ অবশ্য কলম্বিয়াকে হেসেখেলে হারাতে পারেনি।
ম্যাচে গোল হয়েছে মাত্র একটি। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ব্রাজিলের দেবিনহা। গত বছর জুলাইয়ে ঘরের মাঠে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল নেইমাররা। তবে ব্রাজিলীয় মেয়েরা কোপায় নিজেদের দাপট দেখিয়েই চলেছে। এ পর্যন্ত ৯ বার আয়োজিত হয়েছে নারীদের কোপা, এর মধ্যে আটবারই শিরোপা জিতেছে ব্রাজিল। একবার জিতেছে আর্জেন্টিনা।
এদিকে শনিবার প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়ে কোপার তৃতীয় স্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শিরোপা না জিততে পারলেও তৃতীয় স্থান নিশ্চিত করার পাশাপাশি ২০২৩ সালের নারী বিশ্বকাপেও নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনার মেয়েরা।