ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বারিধারাকে উড়িয়ে লিগ শেষ করলো আবাহনী
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তন। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচেও দেখালেন ঝলক। হ্যাট্রটিকসহ করলেন চার গোল! তাতে উত্তর বারিধারাকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে লিগ শেষ করেছে আবাহনী লিমিটেড। তাদের কাছে হেরে অবনমন হয়েছে বারিধারার।
প্রিমিয়ার লিগে আগেই রানার্সআপ নিশ্চিত করেছে আকাশী-নীল জার্সিধারীরা। তাই গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেষ ম্যাচটি অনায়াসে জিতে রানার্সআপ ট্রফিও পেয়েছে।
ম্যাচের শুরু থেকে বারিধারাকে চেপে ধরে আবাহনী। ঐতিহ্যবাহী দলটি প্রথমার্ধেই এগিয়ে যায় তিন গোলে। তবে ম্যাচ ঘড়ির ৫ মিনিটে নিজেদের ব্যর্থতায় গোল পেতে বঞ্চিত হতে হয়েছে তাদের। দোরিয়েল্তনের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি হেডও লক্ষ্যে রাখতে পারেননি আবাহনীর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১৪ মিনিটেও সতীর্থের আড়াআড়ি ক্রসে মেহেদী হাসান রয়েলের প্লেসিং শট প্রতিহত হয় পোস্টে লেগে।
তবে ১৯ মিনিটে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কলিনদ্রেসের কর্নারে হেড করে আবাহনীকে এগিয়ে নেন দোরিয়েল্তন। তিন মিনিট পর রাকিবের আড়াআড়ি ক্রস থেকে হেড করে ব্যবধান দ্বিগুণও করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। হ্যাটট্রিক পেয়ে যান এই অর্ধেই।
প্রথমার্ধের শেষ দিক একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের একটু ওপর থেকে রাফায়েল আগুস্তো ছোট পাস দেন ফাঁকায় থাকা দোরিয়েল্তনকে। প্লেসিং করে হ্যাটট্রিক গোলটি করেন ৩২ বছর বয়সী ফুটবলার।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটে বদলি মারুফের জোরালো কোনাকুনি শটে ম্যাচে ফেরার উপলক্ষ পেয়েছিল উত্তর বারিধারা। কিন্তু ৫৭ মিনিটে বক্সের একটু ওপর থেকে রাফায়েলের নিচু শটে ব্যবধান বাড়িয়ে নেয় আবাহনী। ৭৩ মিনিটে রাফায়েলের পাসে দোরিয়েল্তন আবারও লক্ষ্যভেদ করলে জয়ের ব্যবধান আরও বাড়ে আকাশী-নীলদের। শেষ দিকে ফ্রি-কিকে সাইদস্তোন ফজিলভ আরেকটি গোল করলে ব্যবধান কমে উত্তর বারিধারার। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ৩-২ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দারুণ এই জয়ে অবনমন এড়াতে পেরেছে রাজা ইসার দল। ২২ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪৭। বারিধারার সংগ্রহ ১৪, মুক্তিযোদ্ধার ১৯ ও সাইফ স্পোর্টিংয়ের ৩৭ পয়েন্ট।