ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ হাসিনা স্টেডিয়ামে ‘নারী বিশ্বকাপ ফাইনাল’ চান পাপন
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM
২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। গত মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে আইসিসির বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে এই সিদ্ধান্ত। এককভাবে আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারার সম্ভাবনায় দারুণ খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রবিবার জানিয়েছেন, পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম তৈরি হলে ফাইনাল ম্যাচটি ওখানেই আয়োজন করতে চান।
বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি দুই বছর। স্টেডিয়ামের কাজও শুরু হয়নি। ওই হিসেবে বোর্ড প্রধানের এমন স্বপ্ন দেখা বেশ কঠিন। তবু রবিবার দেশে ফিরে গণমাধ্যমের কাছে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন, ‘আরেকটা ইচ্ছে আছে, যদিও সেটা হবে না। তারপরেও বলছি চেষ্টা করবো। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ যদি শেষ করতে পারি। ওটার মধ্যে আমরা শুধু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটা আয়োজন করতে পারলে খুব ভালো হয়। এই টার্গেটটা নিয়েই নামবো, না হলে বিকল্প তো আছেই।’
বাংলাদেশের মেয়েরা ২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল। কিন্তু সেবার দল হিসেবে অতটা প্রস্তুতি ছিল না। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে পুরোপুরি প্রস্তুত করতে সম্ভাব্য সব কিছু করতে প্রস্তুত নাজমুল হাসান, ‘আমাদের মেয়েরা ভালো করছে। আসলে আমরা তো তাদেরকে তেমন কিছু করতে পারিনি। একটা সময় তাদেরকে বাইরে থেকে কোচ দিয়েছিলাম। এশিয়া কাপে যেবার চ্যাম্পিয়ন হলো সেবার। তবে এখন কোচিং স্টাফও নেই। আমাদের এখনই ফিজিও, কোচ, ট্রেনার যা যা লাগবে সব নিতে বলেছি।’
বোর্ড প্রধান আরও যোগ করে বলেছেন, ‘আমি ওখানে বার্মিংহাম থেকেই ফোন করি। তৌহিদকে ফোন করি, সালমা ও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলি, রুমানাও ছিল। আমি কয়েকজনকে ফোন করি যে কী কী লাগবে প্রস্তুত করো। আমাদের হাতে খুব বেশি সময় নেই। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। বিশ্বকাপে যে দলগুলো খেলে, কয়েকটা দল খুবই শক্তিশালী। উদাহরণ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া অবিশ্বাস্য। অন্য যারা আছে তারাও খুব ভালো লড়াই করছে। এদিকে ভারত-পাকিস্তান তো শক্তিশালী আছেই, ধারাবাহিক খেলার মধ্যেও আছে। আমাদের মেয়েদের পরিকল্পনা নিয়ে বসতে হবে। বাংলাদেশে বিশ্বকাপ হচ্ছে আমাদের মেয়েরা যেন ভালো লড়াই করতে পারে।’