দ্বিতীয় ম্যাচে গোল পেলেন এমবাপে, জিতলো পিএসজি
Published : Sunday, 24 July, 2022 at 12:00 AM
জাপানে
চলছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রাক মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ।
প্রথম ম্যাচে জাপানি আরেক ক্লাব কাওয়াসাকি ফ্রন্টালের বিপক্ষে ২-১ গোলে
জিতেছিল পিএসজি। গোল করেছিলেন মেসি।
দ্বিতীয় ম্যাচে জাপানের আরেক ক্লাব
উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে খেলতে নেমে ৩-০ গোলে জয় পেয়েছে প্যারিসের
ক্লাবটি। এই ম্যাচে গোল পেয়েছেন এই মৌসুমে পিএসজির সবচেয়ে বড় চুক্তির
খেলোয়াড় কিলিয়ান এমবাপে।
জাপানের সাইতামা স্টেডিয়াম-২০০২ এ অনুষ্ঠিত
ম্যাচে পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালটিয়ের সেরা একাদশ এবং পুরো সাইডবেঞ্চের
পরীক্ষা নিয়েছেন। আজ প্রথম একাদশে মেসি-নেইমারকে রাখেননি কোচ। শুধু
এমবাপেকে মাঠে নামান। সঙ্গে ছিলেন মাউরো ইকার্দি, পাবলো সারাবিয়া।
মেসি-নেইমারকে
একসঙ্গে মাঠে নামান ৫৯ মিনিটের মাথায়। ইকার্দির পরিবর্তে মেসি এবং এমবাপের
পরিবর্তে নেইমারকে। তবে তার আগেই পিএসজি এগিয়েছিল ২-০ গোলে।
ম্যাচের
১৬তম মিনিটে প্রথম গোল করেন পাবলো সারাবিয়া। ৩৫তম মিনিটে দ্বিতীয় গোলের
দেখা পান কিলিয়ান এমবাপে। ৭৬ মিনিটে গিয়ে তৃতীয় গোল পায় পিএসজি। গোলদাতা
আর্নাউদ কালিমুয়েন্দু। আগের ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি।