রিয়াল মাদ্রিদকে হারানো হবে দারুণ কিছু: পেদ্রি
Published : Sunday, 24 July, 2022 at 12:00 AM
প্রাক-মৌসুমে
প্রীতি ম্যাচে ক্লাবগুলোর প্রধান লক্ষ্য থাকে নিজেদের ঝালিয়ে নেওয়া।
কিন্তু লড়াইটি যদি হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার, তাহলে অন্য ‘ক্লাসিকো’
ম্যাচের মতো সেটাও বেশ উত্তাপ ছড়ায়। লাস ভেগাসে হতে যাওয়া দুই
চিরপ্রতিদ্বন্দ্বীর আসছে ম্যাচ নিয়েও হচ্ছে তাই। বার্সেলোনার তরুণ
মিডফিল্ডার পেদ্রি যেমন মনে করেন, রিয়াল মাদ্রিদকে হারানো হবে দারুণ
ব্যাপার।
বাংলাদেশ সময় রোববার সকালে প্রীতি ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে
বার্সেলোনা। ম্যাচটি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা এখন চরমে। আগের দিন
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পেদ্রিও শোনালেন নিজের রোমাঞ্চের কথা।
“দল
ক্লাসিকো খেলতে রোমাঞ্চিত। এবারের প্রাক মৌসুমটা খুব সুন্দর হয়েছে এবং এখন
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচে মাঠে নামা। আর রিয়াল মাদ্রিদকে হারানো
অবশ্যই আমাদের জন্য দারুণ কিছু হবে। ক্লাসিকো ঘিরে রোমাঞ্চ সবসময়ই
সর্বোচ্চ থাকে।”