ট্রফি নিয়ে বসুন্ধরা কিংসের আবেদন ও ‘হুমকি’
Published : Sunday, 24 July, 2022 at 12:00 AM
প্রিমিয়ার
ফুটবল লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্স-আপ আবাহনী লিমিটেড।
আগামী সোমবার দুই দল লিগ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। বর্তমান চ্যাম্পিয়নরা
চাইছে, সেদিনই যেন মাঠে দুই দলকে ট্রফি বুঝিয়ে দেওয়া হয়। অন্যথায় এরপর
ট্রফি দেওয়া হলে অস্কার ব্রুজনের দল তা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই
সংক্রান্ত চিঠি এরইমধ্যে লিগ কমিটির চেয়ারম্যান ছাড়াও বাফুফে সভাপতি বরাবর
দিয়েছে বসুন্ধরা।
সাধারণত লিগের ট্রফি শেষ ম্যাচে দেওয়া হয়। এবার আগেই
ট্রফি নেওয়ার কারণ হিসেবে চিঠিতে বসুন্ধরা কিংস উল্লেখ করেছে, ‘লিগের শেষ
রাউন্ডে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের ম্যাচ ঢাকার বাইরে। দুই দল দুই মাঠে
খেলবে। তাই ২৫ জুলাই ২১তম রাউন্ডের ম্যাচে যেহেতু উভয় দলই উপস্থিত থাকবে,
সেহেতু পুরস্কার বিতরণী অনুষ্ঠান এদিনই করা হোক। কিংস অ্যারেনায় বসুন্ধরা
গ্রুপের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
বসুন্ধরা কিংস এই চিঠিতে
প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে, ‘২৫ জুলাই যদি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন
না করা হয়, তাহলে পরবর্তীতে এই ট্রফি গ্রহণ করা হবে না।’
এ প্রসঙ্গে
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা
বসুন্ধরা কিংস থেকে চিঠি পেয়েছি। এই চিঠি নিয়ে আমরা লিগ কমিটির
চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবো। যাই হবে নিয়মমাফিক হবে। রবিবার এর জবাব
দেবো।’