জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM
মো. মিজানুর রহমান ||
কুমিল্লা
জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-২০২৬) নির্বাচন আজ
রবিবার (২৬ জুন) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আশ্রাফপুর
(জাঙ্গালিয়া) কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনে টানা ভোট গ্রহণ
অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নে মোট ভোটার
সংখ্যা ৫ হাজার ১১২ জন। নির্বাচনে ২৯টি পদে ৭১ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি না
থাকায় মো. শরীফ হোসেন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষে আজ জাঙ্গালিয়া বাস স্ট্রেশন থেকে সকল বাস সার্ভিস বন্ধ
থাকবে বলে জানা গেছে।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আলী (দোয়াত কলম),
মো. আজাদ মিয়া (চেয়ার), মো. জামাল উদ্দিন (ছাতা), কার্যকরী সভাপতি পদে মো.
মাসুদুর রহমান লিটন (তালা চাবি), মো. আজাদ হোসেন (সিলিং ফ্যান), সহ-সভাপতি
পদে মো. আবাদ (জগ), মো. রফিকুল ইসলাম (মোবাইল), মো. একরাম হোসেন (মশাল),
মো. ইউনুছ মিয়া (তলোয়ার), মো. ফিরোজ মিয়া (হকিষ্টিক), নাজমুল ইসলাম শামীম
(উড়োজাহাজ), মো. আবদুল মজিদ খোকন (মই), মো. মনির হোসেন (গরুর গাড়ি), সাধারণ
সম্পাদক পদে মো. কামাল হোসেন খন্দকার (আনারস), কাজী মোতাহার হোসেন (গোলাপ
ফুল), যুগ্ম-সাধারণ সম্পাদ পদে আবদুল বারেক (মোরগ), মো. আমিনুল ইসলাম
(দেয়াল ঘড়ি), সহ-সাধারণ সম্পাদক পদে মো. সহিদ মিয়া (আলমারী), মো. বাহার
উদ্দিন (ট্রাক), মো. আবদুল জলিল (আপেল), মো. হানিফ মিয়া (বটগাছ), মো.
আনোয়ার হোসেন (বেবিটেক্সি), মো. কাদের (রেলগাড়ি), সাংগঠনিক সম্পাদক পদে আল
আমিন (মোমবাতি), মো. মিন্টু মিয়া (কাপ পিরিচ), মো. বাবুল মিয়া (টুপি),
দপ্তর সম্পাদক পদে মো. কামাল (মাছ), মো. শহিদুল ইসলাম (খেজুর গাছ), মো.
ফারুক আহাম্মদ (টেবিল), মো. আসলাম মিয়া (কাঁচি), সহ-দপ্তর সম্পাদক পদে মো.
মিজানুর রহমান (কলস), মো. ফারুক আহাম্মদ সুমন (চশমা), প্রচার সম্পাদক পদে
মো. খোরশেদ আলম (মাইক), আবদুল হক (কোদাল), মো. বিপ্লব (টিফিন ক্যারিয়ার),
সহ-প্রচার সম্পাদক পদে মো. নাছির উদ্দিন (ষ্টিমার), মো. বাচ্চু মিয়া
(চাপকল), আইন বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন (বালতি), মো. ফেরদৌস আহাম্মদ
(টেলিভিশন), কোষাধ্যক্ষ কাজী মনছুর খাঁন (মিষ্টি কুমড়া), মো. মজিবুর রহমান
(বাঘ), মো. জসীম উদ্দিন (চাকা), সহ-কোষাধ্যক্ষ পদে মো. নাজমুল মাশরেক
(চাঁদ), মো. রাশেদুল ইসলাম (ঘুড়ি), লাইন সম্পাদক পদে আবুল কালাম
(ট্রাক্টর), মো. জাকির হোসেন (ঘোড়া), মো. মফিজ মিয়া (টিয়া পাখি), সমাজ
কল্যাণ সম্পাদক পদে মো. আকতারুজ্জান (হোন্ডা), মো. জুয়েল (ফুটবল),
কার্যকরি সদস্য পদে আনোয়ার হোসেন বাহার (ইলেক্ট্রিক ইস্ত্রি), মো. বাবুল
মিয়া (লাঠিম), ফরিদ আহাম্মদ (হাতুরি), মো. আবুল হোসেন (পানির বোতল),
মো.আব্দুর রহমান লিটন (ফ্রিজ), মো. হেলাল উদ্দিন (তীর ধনুক), মো. মাহবুব
আলম (ক্যামেরা), মো. সফিক (মিনার), মো. বাহার (লিচু), মো. আবুল হাশেম
বিচ্ছি (বেলুন), মো. রাসেল (হ্যালমেট), মো. ওহাব মিয়া (ঢালি), মো. জামাল
(দোলনা), মো. মফিজ মিয়া (ডলফিন), মো. হাবিবুর রহমান (টেলিফোন), মো. লিটন
(পাঞ্জাবি), মো. জহির (করাত), মো. তানিম (পানপাতা), মো. কামাল হোসেন (কলম),
মো. ফুল মিয়া (কুড়াল), মো. আবদুল খালেক (ডালিম) ও মো. ফয়সাল আহম্মদ (টর্চ
লাইট) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক
ইউনিয়ন নির্বাচন কমিশন (উপ-পরিষদে) প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন
করবেন মো. আমানত হোসেন সবুজ, নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গির আলম ও মো.
ফেরদৌস মিয়া। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আজিম খান।
প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালণ করবেন মৃদুলাল পাল।