Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM, Update: 26.06.2022 2:32:23 AM

প্রদীপ মজুমদার :
দীর্ঘদিনের
চালিয়ে আসা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের হাত থেকে রক্ষা করতে সংবাদ সম্মেলন
করেছেন কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার দোকান মালিক ও ব্যবসায়ীরা।
গতকাল শনিবার সন্ধ্যায় বাগমারা বাজার গিরিশ সুপার মার্কেটের দ্বিতীয়
তলায় সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য দোকান মালিকের পক্ষে বাজার রক্ষা
কমিটির সদস্য সচিব অধ্যাপক নুরুল ইসলাম বলেন কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক
সড়কের বাগমারা অংশে বর্তমান সড়কের দুই পাশে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা
পরিচালনা করে আসছেন। সড়ক সম্প্রসারণ করলে ব্যবসায়ী ও দোকান মালিক
ক্ষতিগ্রস্ত হবে তাই বাজার রক্ষায় প্রশাসনের সকল দপ্তরে তারা আবেদন করেছেন ।
গত ০৪.০৯.২০২১ মাননীয় অর্থমন্ত্রীর ডিও লেটার অনুযায়ী পরিকল্পনা গ্রহণের
কথা বলেন। টেকনিক্যাল কমিটি গঠন করে সড়ক নির্মাণের দাবি জানান। বাইপাস সড়ক
নির্মাণ করে ব্যবসায়ীদের যৌক্তিক দাবী আদায় পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন
বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন
বাজার রক্ষা কমিটির আহবায়ক আবদুল বারী, সদস্য সচিব অধ্যাপক নুরুল ইসলাম,
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুরেশ সূত্রধর, আইন শৃঙ্খলা কমিটির সাধারণ
সম্পাদক আবদুল মান্নান মেম্বার, ইজরাদার সমন্বয়ক,, মফিজুল ইসলাম, শাহালম
মেম্বার, সাবেক বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহমান, কাজী
শওকত, হাফেজ খোরশেদ আলম, মহিবুর রহমান মানিক, শাওন, হৃদয় প্রমুখ।