চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু। ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী। ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদল নেতা কাজী রকিব।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশে ও দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী মেয়াদোত্তীর্ণ সকল সাংগঠনিক কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে বর্ধিত সভায় উপস্থিত উপজেলা বিএনপি এবং ঘোলপাশা ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের পরামর্শ ও বক্তব্যের আলোকে ঘোলপাশা ইউনিয়নের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল ও মৎসীজীবী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।