দুর্ঘটনার কবলে রোনালদোর ১৯ কোটি টাকার গাড়ি
Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM
স্পেনের
মায়োর্কায় ছুটি কাটাতে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাও আবার পুরো
পরিবারসহ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ছুটিটা বোধহয় শান্তিতে কাটাতে পারলেন না।
সেখানে দুর্ঘটনার কবলে পড়েছে তার ১.৭ মিলিয়ন পাউন্ড মূল্যের বুগাত্তি
ভেইরন গাড়িটি! ১ হাজার অশ্বক্ষমতার যানটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায়
১৯ কোটি ৪৫ লাখ টাকা।
দুর্ঘটনাটি ঘটেছে পালমা দে মায়োর্কায়। রোনালদোর
স্পোর্টস কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির প্রবেশ মুখের দেয়ালে গিয়ে আঘাত
করে। ওই দুর্ঘটনায় বাড়িটির দেয়াল ধসে পড়ে। ভাগ্যভালো যে কেউ হতাহত হয়নি।
জানা গেছে সেই বাড়িটিতে ছিল গ্যাস সিলিন্ডার।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো
বলছে, রোনালদোর গাড়িবহরের একটি যান হিসেবে গাড়িটি সঙ্গে ছিল। পর্তুগিজ
যুবরাজ পরিবারসহ অন্য গাড়িতে ছিলেন।
দুর্ঘটনার শিকার গাড়িটি
চালাচ্ছিলেন তারই একজন দেহরক্ষী। তবে তিনি কোনও ধরনের চোট পাননি। গাড়িটির
সামনের অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক বিরতিতে ছুটি পেয়ে
গত সপ্তাহেই স্পেনে উড়ে যান রোনালদো। সঙ্গে রয়েছেন তার স্ত্রী জর্জিনা ও
পাঁচ সন্তান। এই সময়ে সঙ্গে করে তার প্রিয় দুটি স্পোর্টস কারও নিয়ে গেছেন
জাহাজে করে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রোনালদো দুর্ঘটনা কবলিত এলাকার কাছেই একটি বিলাসবহুল ভিলা ভাড়া করে পরিবারসহ অবকাশ যাপন করছেন।