ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ওয়াবের ত্রাণ বিতরণ
Published : Tuesday, 21 June, 2022 at 8:51 PM, Update: 21.06.2022 8:54:40 PM
সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ওয়াবের ত্রাণ বিতরণপ্রাকৃতিক বিপর্যয় বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও পার্শ্ববর্তী ছাতক এবং সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ফেইসবুক ভিত্তিক সংগঠন We are Bangladesh (WAB) ওয়াব এর প্রতিষ্ঠাতা এডমিন এস এম আকবর, এডমিন কবিরুল সাগর এবং সমন্বয়ক সোনিয়া আক্তার সুমির নেতৃত্বে ওয়াব ঢাকা টীম, কুমিল্লা টীম এবং সিলেট টীমের সদস্যরা প্রায় ৫ লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী ও ঔষধ সামগ্রী নিয়ে সিলেটে বন্যার্তদের পাশে দাড়িয়েছে। ২০ জুন ২০২২, সোমবার সকাল সকাল থেকে ওয়াব কুমিল্লা টীমের সমন্বয়ক আরিফ হোসাইনের নেতৃত্বে সদস্য জামাল হোসেন, আবদুল্লাহ, ফয়েজ, শাহপরা, রাজীব; সিলেট টীমে সমন্বয়ক রাফি এবং অন্যান্য সদস্যসহ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সুনামগঞ্জের শাল্লায় ত্রাণ বিতরণ করার সময় বানবাসীরা জানান বন্যা শুরু হওয়ার পর থেকে সেখানে কোন সংগঠন পৌছায় নি। তারা খেয়ে না খেয়ে দিনযাপন করছিলেন। সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ওয়াবের ত্রাণ বিতরণ ওয়াবের সমন্বয়ক সোনিয়া আক্তার সুমি বলেন, 'এই বিপর্যয় শুধু ক্ষতিগ্রস্ত বানবাসীর নয়। এটি আমাদের জাতীয় বিপর্যয়। আমাদের সবাইকে ক্ষতিগ্রস্তদের প্রাণ রক্ষার্থে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।' ওয়াবের প্রতিষ্ঠাতা এডমিন এস এম আকবর বলেন, 'যেকোনো মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে We Are Bangladesh অতীতে যেভাবে দায়িত্ব পালন করে এসেছে, এবারও একইভাবে আমরা বন্যাকবলিত মানুষের পাশে থেকে দায়িত্ব পালনে সচেষ্ট।' বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবেই এই খাদ্যসামগ্রী প্রদান বলে তিনি অভিমত ব্যক্ত করেন।সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ওয়াবের ত্রাণ বিতরণ ওয়াবের সেচ্ছাসেবকগণ ১৯ জুন ২০২২ রাত থেকে খাদ্যসামগ্রী প্যাকেটজাত করার কাজে নিয়োজিত ছিলেন। বন্যা কবলিত মানুষের জন্য প্রায় ১০ ট্রাক শুকনো খাবার এবং ঔষধ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওয়াবের এডমিন কবিরুল সাগর। এজন্য তিনি বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন৷